স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ আগস্ট।। বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষার উপর। কোন এক জন ব্যক্তির উন্নয়ন হলে হবে না। উন্নয়ন হতে হবে সার্বিক। রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হবে। বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠার পর সেই কাজ শুরু হয়ে গেছে।
পূর্বতন সরকারের সময় রাজ্যে ৪ টি DIET কলেজ ছিল। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর নতুন করে আরও ৪ টি DIET কলেজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বুধবার খোয়াই জেলার কল্যাণপুরের তোতা বাড়িতে নতুন করে একটি DIET কলেজ নির্মাণের জন্য শিলান্যাস করে এই কথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি আরও বলেন এই DIET কলেজের নির্মাণ কাজ ২৪ মাসের মধ্যে শেষ করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্যরা। এইদিন প্রথমে প্রদীপ প্রজ্জলন করে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষা মন্ত্রী।
পরে DIET কলেজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই DIET কলেজ নির্মাণের জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৫ কোটি ১৮ লক্ষ টাকা। এইদিনের অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।