স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ আগস্ট।। ত্রিপুরা বন্ধের ডাক দিতে চলেছে কংগ্রেস। কংগ্রেস কর্মীদের উপর হামলা এবং আরও নানা বিষয়ের প্রতিবাদ জানাতে এই বন্ধের ডাকতে চলছে কংগ্রেস। বুধবার রাজধানী পোস্ট অফিস চৌমহনীস্থিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।
এদিন শ্রী বিশ্বাস বলেন মঙ্গলবার রাতে জিরানিয়ার কাছে কংগ্রেসের প্রাক্তন আরেক সভাপতি বীরজিত সিনহার উপর হামলা চালিয়েছে দুষ্কৃতিরা। উনার অভিযোগ সেই দুষ্কৃতিরা ছিল বিজেপি দলের মদতপুস্ট। বিরজিত সিনহা সেদিন নিজের সিকিউরিটির খাবার নেওয়ার জন্য জিরানিয়ার কাছে একটি হোটেলে গাড়ি দাড় করালে হামলা চালানো হয় শ্রী সিনহার উপর। বড় বড় ইট এবং পাথর দিয়ে আঘাত করা হয় উনার গাড়িতে এবং সিকিউরিটির গাড়িতে। ভাগ্যক্রমে একটি ইট উনার মাথায় পাশ দিয়ে গেলেও উনার মাথায় পড়েনি।
যদি পড়তো উনার মৃত্যুও ঘটতে পারতো। পীযূষবাবু এদিন আরও জানান, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের নানা প্রান্তে বেছে বেছে কংগ্রেস কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। বিশেষ করে বীরজিত সিনহার উপর এনিয়ে তিন তিনবার হামলা চালানো হয়। পীযূষ বাবু এদিন বীরজিত সিনহার নিরাপত্তা বাড়ানোর জন্য পাশাপাশি বাকি কংগ্রেস কর্মীরা যারা নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের অবিলম্বে নিরাপত্তারক্ষী প্রদান করার দাবি জানিয়েছেন রাজ্য সরকারের কাছে।
তিনি আরও বলেন, আগামী ২৯ তারিখ প্রদেশ কংগ্রেসের এক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগ পর্যন্ত উনার দাবি না মানেন তাহলে ২৯ তারিখের পর যে কোন দিন সারা রাজ্যে বনধ ডাকতে চলেছে কংগ্রেস। এদিন বীরজিত সিনহার উপর হামলার প্রতিবাদে কিছুক্ষণের জন্য পোস্ট অফিস চৌমহনীস্থিত রাস্তা অবরোধ করে এবং থানা ঘেরাও করে। পরে পুলিসের সঙ্গে আলোচনাক্রমে রাস্তা অবরোধ এবং থানা ঘেরাও তুলে নেয় কংগ্রেস।