স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ আগস্ট।। নরসিংগড় মর্ডান সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। মৃতের নাম হিরেশ কেশর। বিগত দুবছর আগে সাবরুম থানার পুলিশ তাকে নরসিংগড় মর্ডান সাইক্রিয়াটিক হাসপাতালে ভর্তি করেছিল। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে খবর।
মঙ্গলবার সকালে সাইক্রিয়াটিক হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে। সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যুর ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন।উল্লেখ্য গত কয়েকদিন আগেও মর্ডান সাইক্রিয়াটিক হাসপাতাল থেকে ১৪ জন চিকিৎসাধীন রোগী পালিয়ে গিয়েছিল।