দুই মন্ত্রী গেলেন কৈলাসহরে, করলেন পর্যালোচনা বৈঠকও

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৪ আগস্ট।। সোমবার ঊনকোটি জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

কৈলাশহর সার্কিট হাউজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা,বিধায়ক ভগবান দাস,কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মবস্বর আলী,ঊনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস,ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অজিত শুক্লবৈদ্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পর কৃষি ও কৃষকদের উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়। সেই প্রকল্প গুলি ঊনকোটি জেলায় কতটা সফল হয়েছে সেই বিষয় গুলি নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়। বৈঠকের শুরুতে কৃষি মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এইদিনের বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে সকলকে জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?