স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। নীতি আয়োগের পরিকল্পনার সাথে সমন্বয় রেখে রাজ্যের পরিকল্পনা ও সমন্বয় দপ্তরকে বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে রাজ্যের সার্বিক উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করতে গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে আয়োজিত পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শ্রীদেব রাজ্যের সার্বিক উন্নয়নে গৃহীত বিভিন্ন উন্নয়মূলক প্রকল্পের বিস্তারিত খোঁজ খবর নেন৷
উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত প্যারামিটারগুলি রয়েছে সেগুলিকে যথাযথভাবে কার্যকর করতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন৷ তিনি বলেন, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন এবং রাজ্যবাসীর আর্থ সামাজিক মানোন্নয়নের কথা বিবেচনা করে রাজ্যকে কিভাবে উন্নতির শিখরে পৌঁছানো যায় সেদিকে লক্ষ্য রেখেই বিভিন্ন প্রকল্প গ্রহণ করা প্রয়োজন৷ রাজ্যের সার্বিক উন্নয়নে আগামী ২ বছর কোন কোন পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্প নেওয়া হবে সে বিষয়ে একটি পোর্টাল তৈরি করতে পরিকল্পনা ও সমন্বয় দপ্তরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷
এরফলে রাজ্যে বিনিয়োগকারীদের অনেকটাই সুুবিধা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ রাজ্যের জি এস ডি পি বাড়াতে যে সমস্ত সেক্টরগুলি জি এস ডি পি বাড়ানোর ক্ষেত্রে অধিক ভূমিকা নেবে সেগুলি চিহ্ণিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী৷ সভায় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এবং মুখ্যসচিব মনোজ কুমার আলোচনায় অংশ নেন এবং মতামত প্রকাশ করেন৷
পর্যালোচনাসভায় পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের সচিব অপূর্ব রায় দপ্তরের মূল কর্মসূচি, বার্ষিক কর্মপরিকল্পনা, পরিকাঠামোগত কেন্দ্রীয় প্রকল্প সমূহের পর্যালোচনা, কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির উদ্যোগ নেওয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে সম্পর্কে অবহিত করেন৷ তিনি জানান, রাজ্যের পরিকল্পনা ও সমন্বয় দপ্তর নোডাল দপ্তর হিসাবে নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম, নর্থ ইস্ট কাউন্সিল, নর্থ ইস্ট রোড সেক্টর ডেভেলপমেন্ট স্কিম, সংসদ এলাকা উন্নয়ন প্রকল্প, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফর হিমালয়ান রিজিওন, অ্যাশপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, জলশক্তি অভিযান, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল, ইজ অব লিভিং, ইজ অব ডুয়িং বিজনেস ইত্যাদি কর্মসূচিগুলি রাজ্যে যথাযথভাবে রূপায়িত হচ্ছে কিনা তা মনিটিরিং করে৷
পরিকল্পনা দপ্তরের সচিব জানান, নন ল্যাপসেবল সেন্ট্রাল পুল অব রিসোর্স (এন এল সি পি আর)-এ রাজ্যে ২৩টি প্রকল্প চালু আছে৷ ডোনার মন্ত্রক থেকে এ বাবদ প্রয়োজনীয় অর্থ প্রদান করা হচ্ছে৷ নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পে ডোনার মন্ত্রক থেকে ২০১৮-১৯ এবং ২০১৯-২০ এই দুই বছরের জন্য চারটি প্রকল্পের জন্য ১৬৯ কোটি ২০ লক্ষ টাকা অনুমোদন দেওয়া হয়েছে৷