স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৫ আগস্ট।। উত্তর ত্রিপুরা জেলার হাফলং এলাকার একটি রাবার বাগান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম মিজু তাঁতী। নিহত যুবক পেশায় গাড়িচালক ছিল।মৃতের পরিবারের লোকজন জানান সোমবার সন্ধ্যা নাগাদ সে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি।
মঙ্গলবার সকালে হাফলং এলাকার রাবার বাগানের তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। তারপর খবর পাঠানো হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে ধর্মনগর থানার ওসি মিলন দত্তের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে মৃত যুবকের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহটি রাবার বাগানে ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে ধর্মনগর থানার ওসি মিলন দত্ত জানান ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে এটি হত্যাকান্ড না আত্মহত্যা জনিত ঘটনা।
হাফলং রাবার বাগান থেকে গাড়ি চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গাড়ি চালকের মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।