স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। চিকিৎসক হেনস্তা মামলায় ধৃত সহকারী সরকারি আইনজীবী করণজিৎ দে-র জামিনের আবেদন আজ ত্রিপুরা হাইকোর্ট মঞ্জুর করেছে। ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। এ-বিষয়ে সরকারি আইনজীবী রতন দত্ত জানিয়েছেন, চিকিৎসক হেনস্তা মামলায় আজ ত্রিপুরা হাই কোর্টে বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে ধৃত করণজিৎ দে-র জামিনের আবেদনের উপর শুনানি সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, আদালতের নির্দেশ মোতাবেক তদন্ত প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। সাথে টিআই প্যারেড এবং ১৬৪ সিআরপিসি-তে বয়ান লিপিবদ্ধ হয়েছে। আজ আদালতে পুলিশ কেইস ডায়েরিও জমা দিয়েছে। তাই, আজ আদালত করণজিৎ দে-র জামিনের আবেদন মঞ্জুর করেছে। করণজিৎ দে-র আইনজীবী রাজীব সাহা জানিয়েছেন, ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে আদালত তার মক্কেলের জামিন মঞ্জুর করেছে। সাথে তদন্তে পুলিশ-কে সহায়তা, কোন প্রভাবিত না করা, পালিয়ে না যাওয়া-র শর্ত জুড়ে দিয়েছে আদালত।
রাজীব বাবু জানিয়েছেন, আগামী ২৮ আগস্ট নিম্ন আদালতে তার মক্কেলের রিমান্ডের উপর শুনানি হবে না। ওই মামলায় ধৃত বাকি তিনজনের রিমান্ড নিয়ে শুনানি হবে। তবে, ওই সময়ের তারাও হাই কোর্টে আবেদন জানালে তাদের জামিন মঞ্জুর হতেও পারে।প্রসঙ্গত, কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসক-কে থুতু এবং দুর্ব্যবহারের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছিল।
ত্রিপুরা হাইকোর্ট ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা নিয়েছিল। পুলিশ সহকারী সরকারি আইনজীবী করণজিৎ দে সহ চারজন-কে গ্রেফতার করেছিল। আদালতের নির্দেশে তাদের টিআই প্যারেড এবং ১৬৪ সিআরপিসি-তে বয়ান রেকর্ড করা হয়েছে। পুলিশ আদালতে কেইস ডায়েরিও জমা দিয়েছে।