স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। <br>
আবারো আইজিএম হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসকের গাফিলতির ফলে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে।
বিশালগড়ের জাঙ্গালিয়া বিদ্যুৎ নিগম অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা রাজু দেবনাথের গর্ভবতী স্ত্রীকে শনিবার বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে হাপানিয়া হাসপাতালে স্থানান্তর করে দেন। হাপানিয়া হাসপাতালে করোনা আক্রান্ত রোগী পাওয়ার কারনে রাজু দেবনাথের গর্ভবতী স্ত্রীকে আইজিএম হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়। আইজিএম হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা নিরিক্ষার পর জানান রাজু দেবনাথের স্ত্রীর গর্ভে সন্তান সুস্থ রয়েছে। রবিবারও সবকিছু ঠিকঠাক ছিল। রবিবার রাজু দেবনাথ তার স্ত্রীর সিজার করার কথা বলে।
কিন্তু হাসপাতালের চিকিৎসকরা রবিবারের কথা বলে সময় অতিবাহিত করে দেয়। এরই মধ্যে সোমবার সকালে রাজু দেবনাথের স্ত্রীর সনোগ্রাফি করা হয়। সনোগ্রাফির রিপোর্ট দেখার পর চিকিৎসকরা জানিয়ে দেন ওনার স্ত্রীর গর্ভে সন্তানের মৃত্যু হয়েছে। তারপরই রাজু দেবনাথের পরিবার পরিজনরা অভিযোগ তুলে চিকিৎসকের গাফিলতির ফলে রাজু দেবনাথের স্ত্রীর গর্ভে সন্তানের মৃত্যু হয়েছে।