স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিমি মজুমদারের করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ার পর শনিবার পরীক্ষা করা হয়। সেই মোতাবেক রিপোর্ট পজেটিভ আসে।
এরপর রাতেই জিবিতে স্থানান্তর করা হয় বিধায়িকা মিমি মজুমদারকে। সেখান থেকে রবিবার তাঁকে ভগৎ সিং কোভীড কেয়ার সেন্টারে স্থানান্তর করা হয়। কিন্তু সোমবার তাঁর পরিস্থিতির কিছুটা অবনতি ঘটনায় ফের জিবি কোভীড ট্রিটমেন্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন বিধায়কা মিমি মজুমদারের শ্বাসকষ্ট হচ্ছিল। সেই কারনে তাঁকে জিবির ট্রিটমেন্ট সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
সেখানে আই সি ইউ- তে চিকিৎসা চলছে বিধায়িকা মিমি মজুমদারের। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা তাঁকে দেখভাল করছেন। অক্সিজেন দেওয়া হয়েছে। তবে তিনি রক্তাল্পতায় ভুগছেন। সেই বিষয়টি মাথায় রেখে চিকিৎসকরা ব্যবস্থা নিচ্ছে বলে জানান জিবি কোভীড ট্রিটমেন্ট সেন্টারের ইনচার্জ ডাঃ রাজেশ দেববর্মা।