স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৫ আগস্ট।। সোমবার রাতে মোহরছড়া বাজারে বিধ্বংসী অগ্নিকান্ডে ৫ টি দোকান সম্পূর্নভাবে পুড়ে গেছে। গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে পাঁচটি দোকান ভস্মীভূত হয়ে যায়।ক্ষতিগ্রস্ত দোকানের মালিক হলো দিলীপ হালদার৷
তপন ঋষি দাস, নারায়ন দেব, টিংকু দেব, এবং বিকাশ হালদার। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ কুড়ি লক্ষাধিক টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এর কাজ শুরু করেছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারাও মঙ্গলবার মোহরছড়া বাজারে ছুটে যান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আপৎকালীন সাহায্য প্রদান করা হয়েছে।
পরবর্তীকালে ক্ষয়ক্ষতি নিরূপণের পর প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর পেছনে নাশকতামূলক কোন কাজকর্ম জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোহরছড়া বাজারে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য ব্যবসায়ীসহ এলাকার জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।