ষোল দফা দাবীতে ২৬ আগস্ট সব মহকুমায় আন্দোলন সিপিএমের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।৷ করোনা পরিস্থিতিতেই সিপিএম রাজ্যের বিভিন্ন জায়গায় নানা আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলীতে জনগণের বিভিন্ন দাবী নিয়ে ব্যাপক পোস্টারিং করা হচ্ছে৷ এই পোস্টারিংয়ে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস৷ গত ২০ আগস্ট থেকে সিপিএম রাজনৈতিক অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করেছে এবং এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করছে বলে নেতৃবৃন্দ দাবি করেন৷ সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ আহূত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন এ সময়ের মধ্যে জনগণের দাবি নিয়ে মাঠে  রয়েছেন তারা৷ যেসব দাবি উত্থাপন করা হয়েছে এগুলো মানুষের দাবি, জনগণের দাবি৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে এসব প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না৷

আর এ কারণে মানুষ মাঠে নেমেছেন, ঘর থেকে বেড়িয়ে পড়েছেন৷ এ পরিস্থিতিতে সিপিএম মনে করে জনগণের ১৬ দফা দাবি নিয়ে ঘরে ঘরে পৌঁছা দরকার৷ তাই দল গত ২০  আগস্ট থেকে অঞ্চল ভিত্তিক এবং অন্যান্য জায়গায় ছোট ছোট সভা মিছিল কিংবা জমায়েত সংগঠিত করে কর্মসূচি পালন করছে৷ মূল কর্মসূচি আগামী ২৬ আগস্ট পালন করা হবে৷ সারা রাজ্যেই এই কর্মসূচি থাকবে৷

এদিন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন যেসব জায়গায় কর্মসূচি সংগঠিত হচ্ছে, ওইসব জায়গায় মানুষ দলে দলে ঘর থেকে বেড়িয়ে পড়েছে৷ ব্যাপক সাড়া পেয়েছে সিপিএম দাবি গৌতম দাসের৷ তিনি এও বলেন যে দাবি উত্থাপন করেছে সিপিএম, এ দাবি জনগণের দাবি৷ এসব দাবিতেও যখন প্রচার চলছে, তখন হিংসাত্মক ঘটনা ঘটছে৷ বিজেপির দুর্বৃত্ত বাহিনী বিভিন্ন জায়গায় পোস্টার ছিড়ে ফেলেছে৷ ছামনুতে আক্রমণের শিকার হয়েছেন সিপিএম নেতারা৷

প্রসঙ্গত ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর বনমালিপুর বিধানসভায় মিছিল করতে পেরেছে সিপিএম৷ ২৪ ঘন্টা আগে এ মিছিল সংগঠিত হয়েছে৷ খয়েরপুর সহ বিভিন্ন জায়গায় ১৬ দফা দাবিকে সামনে রেখে যে কর্মসূচি সংগঠিত হচ্ছে, তাতে ব্যাপক অংশের কর্মীরা অংশ নিয়েছে৷ সিপিএম ২৬ আগস্ট প্রত্যেক মহকুমায় কর্মসূচি সংগঠিত করবে৷ দলের তরফে রাজ্যস্তরীয় ভাবনায় আগরতলায় কর্মসূচি থাকবে বলে খবর৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?