বিশামগঞ্জে গণধোলাইয়ে আহত নেশা কারবারী টিপু সুলতান

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ আগস্ট৷৷ বিশামগঞ্জ থানা এলাকায় এক নেশা কারবারীকে পাকড়াও করেছে এলাকাবাসী৷ তার নাম টিপু সুলতান মজুমদার৷ তাকে নেশা সামগ্রী সহ পাকড়াও করে গণধোলাই দেয় উত্তেজিত জনতা৷ তাতে সে গুরুতর ভাবে আহত হয়৷ ঘটনার খবর পেয়ে বিশামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷

গণধোলাইয়ে আহত নেশা কারবারী টিপু সুলতান মজুমদারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ তার অবস্থা সংকট জনক হওয়ায় সেখান থেকে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ টিচিং হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এ ব্যাপারে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা গৃহিত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

এলাকাবাসী অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরেই এলাকায় নেশা কারবারীরা ঘোরাফেরা করছে৷ নেশার কবলে পড়ে যুব সমাজ কলুষিত হচ্ছে৷ নেশা কারবারীদের আটক করার জন্য স্থানীয় জনগণ কয়েকদিন ধরেই চেষ্টা চালাচ্ছিলেন৷ শেষ পর্যন্ত সোমবার টিপু সুলতান মজুমদার নামে এক নেশা কারবারীকে আটক করে গণধোলাই দেন এলাকাবাসী৷ তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার জন্য জোড়ালো দাবি উঠেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?