স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। বিগত ৫ মাস ধরে করোনা ভাইরাসের প্রকোপ চলছে। এর জেরে রাজ্যের ট্যাকনিকেল, ডিল্পোমা, মেডিক্যাল কলেজের ছাত্র ছাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছে। বৃদ্ধি করা হয়েছে ফিস। বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে এই ফিস বৃদ্ধি করা হয়েছে। হোস্টেলে না থাকা সত্বেও তাদের কাছ থেকে ফুডিং এর ফি আদায় করা হচ্ছে। এছাড়াও একাধিক ক্ষেত্রে ফি নেওয়া হচ্ছে।
গোটা বিষয় গুলি নিয়ে সোমবার উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে এবিভিপি। এদিন এক প্রতিনিধি দল উচ্চ শিক্ষা অধিকর্তার সঙ্গে ছাত্র ছাত্রীদের বিষয় গুলি নিয়ে সবিস্তারে আলোচনা করেন। এই ক্ষেত্রে বিষয় গুলি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা। ছাত্র ছাত্রীদের স্বার্থে এই ডেপুটেশন প্রদান বলে জানান এবিভিপি সদস্য পৃতম পাল।