স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। তপশিলী জাতি কল্যাণ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয় গরীব পরিবার থেকে বাছাই করা মেধাবীদের দুই বছরের জন্য বহিঃ রাজ্যে পাঠানো হবে বি এড এবং ডি এল এড কোর্সের জন্য। সরকারী ভাবে থাকা খাওয়া একং কোর্স ফি বহন করা হবে বলে জানানো হয়। কিন্তু একবছর পর দেখা যায় পড়ুয়াদের কাছ থেকে কোর্স ফি চাওয়া হচ্ছে।
ক্রামগত পড়ুয়াদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে কোর্স ফি দেওয়ার জন্য। কোর্স ফি না দিলে মার্কসিট প্রদান করা হবেনা বলে প্রতিষ্ঠান থেকে চাপ দেওয়া হচ্ছে। হতাশা গ্রস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। এই নিয়ে দপ্তরের সঙ্গে বহু বার কথা বলা হলেও সমস্যার সমাধান হয়নি। এই অবস্থায় সোমবার গুর্খাবস্তী স্থিত তপশিলী জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে যায় এই কোর্সে পাঠরতরা।
তাদের দাবি সরকারী ভাবে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। বিজ্ঞপ্তি অনুজায়ী তারা জাতে দুই বছরের বি এড এবং ডি এল এড কোর্স করতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহনের দাবি জানান । তাদের বক্তব্য আগে দেখা করার পর তাদের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় সরকারী ভাবে ব্যয়ভার বহন করা সম্ভব নয়। ফান্ডের সমস্যার কারনে এই ব্যয়ভার বহন করা যাবেনা বলে দপ্তর জানিয়েদেয় বলে দাবি করেন তারা।
এক বছরের টাকা ছাত্র ছাত্রীদের বহন করতে হবে। বি এড এবং ডি এল এড কোর্সে প্রায় ১৫০ জন এই সুবিধা গ্রহন করছে বলে জানান তারা। জুন মাসে সেষ সেমিস্টার হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারনে এই পরীক্ষা গ্রহণ করা হয়নি। তার আগে তাদের এই সমস্যা সামাধানের দাবি জানান বি এড এবং ডি এল এড কোর্সে পাঠরতরা।