স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ আগস্ট।। চুরি যাওয়া সামগ্রী সহ এক চোরকে আটক করতে সক্ষম হল পশ্চিম আগরতলা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাতে রাজধানীর শঙ্কর চৌমুহনী এলাকার বাসিন্দা সুমিত শুক্ল দাসের নির্মীয়মাণ বাড়ি থেকে বেশকিছু সামগ্রী চুরি যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে সুমিত শুক্ল দাস পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন।
সেই ঘটনার তদন্তে নেমে পশ্চিম থানার পুলিশ শনিবার রাতে হাওয়া মিঞা নামে এক চোরকে আটক করে। পশ্চিম আগরতলা থানার ওসি জয়ন্ত কর্মকার জানান ধৃত হাওয়া মিঞাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। মসজিদপট্টি এলাকা থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়। ধৃত চোরকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।