অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট।। বছর জুড়ে তৈরি করা আধুনিক প্রযুক্তির প্রদর্শনীতে আইএফএ ২০২০ এ অংশগ্রহণ করছে না স্যামসাং। তবে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট তাদের নিজস্ব একক ভার্চুয়াল ইভেন্টের ঘোষণা দিয়েছে। ২২ জুলাই স্যামসাং এক ব্লগ বিবৃতিতে জানায়, ‘লাইফ আনস্টপপেবল’ শিরোনামে প্রতিষ্ঠানটি তাদের ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করছে।
আগামী ২ রা সেপ্টেম্বর আন্তর্জাতিক সময় দুপুর ১ টা ৩০ মিনিটে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ইভেন্টটি সরাসরি উপভোগ করা যাবে। স্যামসাং এই ভার্চুয়াল ইভেন্টে তাদের আবিষ্কৃত সর্বাধিক নতুন সব প্রযুক্তি উন্মোচন করবে। এরমধ্যে নতুন স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, টেলিভিশন এবং বাসা-বাড়িতে ব্যবহৃত প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইসের প্রদর্শনী করা হবে।
৪৫ মিনিটের এই ইভেন্টে স্যামসাংয়ের বিক্রয় কর্মী এবং বিশেষ অতিথিরা নতুন প্রোডাক্ট সংক্রান্ত তথ্যাদি তুলে ধরবে। এদিকে স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চিংয়ের চূড়ান্ত সময় নির্ধারণ করেছে। এছাড়াও গ্যালাক্সি নোট ২০ সিরিজ, গ্যালাক্সি ফোল্ড ২, গ্যালাক্সি বাডস লাইভ, গ্যালাক্সি ওয়াচ এবং গ্যালাক্সি ট্যাব এস-৭ এই ভার্চুয়াল ইভেন্টে উন্মোচন করা হবে।