পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে সুর চড়ালেন মানিক দে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ আগস্ট৷৷ কেন্দ্রীয় সরকার বাজেটে ঘাটতি মেটানোর জন্যই পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি করে চলেছে৷ রবিবার মেলার মাঠে দলীয় কার্যালয়ে প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা সিটু নেতা মানিক দে এই অভিমত ব্যক্ত করেন৷তিনি বলেন কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি করে চলেছে তাতে সাধারণ মানুষের মাথায় অতিরিক্ত করের বোঝা চাপছে৷

পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন৷জালালের মূল্যবৃদ্ধির ফলে দেশের সর্বত্রই মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মানিক দে৷ তিনি বলেন পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা প্রয়োজন৷

প্রাক্তন পরিবহণমন্ত্রী মানিক দে আরো বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার যেসব জনবিরোধী কার্যকলাপ শুরু করেছে তা বন্ধ করার জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোন পথ সামনে নেই৷ এসব কথা মাথায় রেখেই বিভিন্ন সংগঠন আন্দোলনে শামিল হচ্ছে বলেও তিনি জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?