ভক্তদের সংঘর্ষে ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ

অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট।। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার ভক্তদের সংঘর্ষে ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ । তাঁর সাফ লক্তব্য, দুজনেই তো ভারতীয় খেলোয়াড়। ভারতকে একটি দল হিসেবে বিবেচনা করারও পরামর্শ দেন প্রাক্তন ভারতীয় ওপেনার। প্রিয় খেলোয়াড়ের ব্যানার লাগানো নিয়ে সংঘর্ষে জড়িয়েছিল মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার ভক্তরা খবর অনুযায়ী, গত ১৫ অগস্ট ধোনির অবসর গ্রহণের পর মহারাষ্ট্রের কোলাপুর জেলার কুরুন্দওয়াড়ে প্রাক্তন ভারত অধিনায়কের ব্যানার লাগিয়েছিল একদল সমর্থক।

এরইমধ্যে শনিবার রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে ভূষিত হন রোহিত। সেজন্য রোহিতের ব্যানার লাগিয়েছিল ভারতীয় ওপেনারের ভক্তরা। কিন্তু সেই ব্যান্যার ছিঁড়ে দেয় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। তা নিয়েই ধোনি ও রোহিতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ধোনির ভক্তদের গালিগালাজ করে এক রোহিত ভক্ত। তারপরই তাকে আখের খেতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়।

সেই খবর সামনে আসার পরই টুইটারে বিরক্ত প্রকাশ করেন সেহওয়াগ। একটি টুইটবার্তায় তিনি বলেন, পাগলারা কী কর তোমরা? খেলোয়াড়রা একে অপরের খুব কাছের হন বা বেশি কথা বলেন না। নিজেদের কাজ করে চলে যান। কিন্তু কয়েকজন ভক্ত তো অন্য পর্যায়ের পাগল। ঝগড়াঝাটি কর না, টিম ইন্ডিয়াকে একজন হিসেবে মনে কর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?