স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২২ আগস্ট।। বিশালগড় এর অফিস টিলায় সিপিআইএম নেতা হিরণময় ঘোষের বাড়িতে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পেট্রলবোমা নিক্ষেপের ফলে বাড়িতে আগুন ধরে যায়। বিকট আওয়াজে প্রতিবেশীরাও ছুটে আসেন। বাড়ির মালিক তথা সিপিআইএম নেতা হিরণময় ঘোষ আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে এলে বোমা নিক্ষেপকারির ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সিপিআইএম নেতা হিরণময় ঘোষের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশও। জানা গেছে পেট্রলবোমা নিক্ষেপের ফলে বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়েছে। পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।এ ব্যাপারে বিশালগড় থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার এর সংবাদ নেই।
এই ঘটনার পেছনে শাসক দলের যোগসাজশ থাকতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। বিশালগড় সিপিআইএম নেতা হিরণময় ঘোষের বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিপিআইএম।বিরোধী দলের রাজনৈতিক অধিকার খর্ব করার জন্যই এ ধরনের হিংসাত্মক কার্যকলাপের সংঘটিত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সিপিআইএম নেতা কর্মী সমর্থকদের ওপর হামলা হুজ্জোতি সংগঠিত করে এবং দমন-পীড়ন চালিয়ে বিরোধীদের মুখ বন্ধ করা যাবে না বলেও দলের পক্ষ থেকে স্পষ্ট ভাবে দেওয়া হয়েছে।
এ ধরনের কার্যকলাপ সংগঠিত করা হলে বিরোধীরা বসে থাকবে না বলে স্পষ্ট ইঙ্গিত দেয়া হয়েছে। তাতে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন স্থানে শাসক এবং বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের মধ্যে মতভেদ ক্রমশ তুঙ্গে উঠেছে।
জেলা পরিষদ নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে থেকে তা নিয়ে বিভিন্ন মহল দুশ্চিন্তায় রয়েছেন। উল্লেখ্য গত তিনদিন আগেও মোহনপুরের ছেছুরিয়া এলাকায় সিপিআইএমের এক নেতাকে তার দোকান থেকে তুলে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতিকারী। শুধু তাই নয় নেতা-কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনা সংঘটিত হয়েছে। তাতে একাধিক নেতা কর্মী জখম হয়েছেন। পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে।