স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২২ আগস্ট।। রাজ্যের বিভিন্ন স্থানে পথদুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। প্রতিদিনই কোনো না কোনো স্থানে প্রাণহানির ঘটনা ঘটছে। দুর্ঘটনায় পতিত হয় অনেকেই পঙ্গুত্বের জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। আগরতলা মোহনপুর সড়কে একটি ক্রুইজারের সঙ্গে বাইকের সংঘর্ষে বাইক চালক গুরুতর ভাবে আহত হয়েছেন। আহত বাইক চালক এর নাম রাকেশ সরকার।
দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত তুলাবাগান চৌমুহনী ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে আহত বাইক চালক রাকেশ সরকারকে উদ্ধার করে মোহনপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। সিতাই থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। বাইক এবং গাড়িটি আটক করেছে পুলিশ। এদিকে হেজামারা পথদুর্ঘটনায় আরো দুজন গুরুতরভাবে আহত হয়েছেন।
একটি মারুতি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষের ফলে দুজন গুরুতরভাবে আহত হয়েছে। আহতরা হলো পঙ্কজ দেববর্মা এবং পিংকি দেববর্মা। বাইকে অপর একটি শিশু ছিল সে অবশ্য অল্পেতে রক্ষা পেয়েছে। জানা গেছে একটি দ্রুতগামী মারুতি গাড়ি বাইক কে ধাক্কা দিলে বাইক নিয়ে ছিটকে পড়ে দুজন আহত হন। তাদের দুজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।