খাসিয়ামঙ্গলে ধর্ষিতার সাথে কথা বলল শিশু সুরক্ষা কমিশনের টিম

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২২ আগস্ট।। তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গলে গণধর্ষণের ঘটনায় মূল ২ অভিযুক্তকে এখনো পর্যন্ত জালে তুলতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই তারা পালিয়ে বেড়াচ্ছে।এখনো ধর্ষণের ঘটনায় জড়িত ৪ জন বর্তমানে জেলহাজতে রয়েছে। অপরাধে অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন মহল থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

এই গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এদিকে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন শনিবার তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গল এলাকা সফর করেছেন। সফরকালে ধর্ষিতার বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে তারা বিস্তারিত খোঁজখবর নেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শিশু সুরক্ষা কমিশন।

কমিশনের চেয়ারপার্সন তেলিয়ামুড়া থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পলাতক দুই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে পুলিশের কাছে আহ্বান জানানো হয়েছে।এধরনের পাশবিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকেও শিশু সুরক্ষা কমিশনের কাছে দাবি জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?