স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ আগস্ট।। শান্তিনিকেতনের কায়দায় পাঠদান চলছে ত্রিপুরায়। নেইবারহুড ক্লাসের সাফল্য নিয়ে এইভাবেই সুর বাঁধলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। আজ তিনি সরেজমিনে ঘুরে দেখেছেন। তাতে তিনি নিশ্চিত, ছাত্রছাত্রীরা ভীষণ খুশি। দীর্ঘসময় বাড়িতে আবদ্ধ থাকার পর এখন প্রাণ খুলে শ্বাস নিতে পারছে। তাঁর কথায়, নেইবারহুড ক্লাস শুরু হওয়ায় ছেলেমেয়েরা ভীষণ খুশি। বাড়িতে থেকে তারা মানসিক অবসাদে ভুগছিল। এখন শিক্ষক-শিক্ষিকাদের কাছে পেয়ে অনেক কিছুই শিখতে পারছে।
কারণ, তারা অনলাইনে সঠিকভাবে পড়তে পারছিল না।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় শান্তিনিকেতনের কায়দায় পাঠদান দেওয়া হচ্ছে। তাই, সরেজমিনে দেখতে এসেছি। আগরতলায় হ্যারিটেজ পার্কে ছেলেমেয়েদের পড়াশুনা করতে দেখে শিক্ষামন্ত্রী বলেন, ১ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রী গতকাল নেইবারহুড ক্লাসে যোগ দিয়েছিল। ২৮ হাজার গ্রুপে ছাত্রছাত্রী-রা নেইবারহুড ক্লাসে যোগ দিয়েছিল। তাতে দারুন সাড়া মিলেছে।
এদিন তিনি জানিয়েছেন, তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম কমানো হয়েছে। তিনি বলেন, বাংলা, ইংরেজি এবং এসএসটি বিষয়ে ৫০ শতাংশ এবং বিজ্ঞান, অংক এবং ইভিএস বিষয়ে ৪০ শতাংশ পাঠ্যক্রম কমানো হয়েছে। সাথে তিনি যোগ করেন, নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৩০ শতাংশ পাঠ্যক্রম কমাবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ।