মনুতে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক, থানায় মামলা

স্টাফ রিপোর্টার, আমবাসা, ২২ আগস্ট।। ধলাই জেলার মনু থানা এলাকার লংতরাই ভ্যালির বিচিত্র দাসপাড়ায় এক নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে। জানা যায় ধর্ষিতার মা এবং পরিবারের লোকজনরা বাড়িতে ছিলেন না। নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী এক যুবক ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করে। ধর্ষিতার মা ঘরে ফিরে এসে যুবককে বিছানায় দেখতে পান।

নাবালিকার মাকে দেখতে পেয়ে ওই যুবক ঘর থেকে পালিয়ে যায়। নাবালিকার মা তার মেয়েকে এ বিষয়ে জানতে চাইলে প্রথমত সে কিছুই বলতে রাজি হয়নি। বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান। সেই পর্যন্ত নাবালিকাকে তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। প্রতিবেশী ওই যুবক এর আগেও বেশ কয়েকদিন নাবালিকা তার সঙ্গে অশ্লীল আচরণ করেছে বলে সে জানায়।

এ ব্যাপারে নাবালিকার পরিবারের তরফ থেকে মনু থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করলেও অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে ধর্ষিতা নাবালিকার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করার পর থেকে পরিবারের ওপর যেকোনো সময় হামলা হওয়ার আশঙ্কা করছেন পরিবারের লোকজনরা।ধর্ষণের মামলা দায়ের করার পরও পুলিশ এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ধর্ষিতার পরিবারের লোকজনরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?