অন্যান্য বছরের ন্যায় রাজ্যেও পালিত হচ্ছে গণেশ পূজা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ আগস্ট।। অন্যান্য বছরের ন্যায় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে পালিত হচ্ছে গণেশ পুজো। রাজ্যে গণেশ পুজো মূলত তিন দিনব্যাপী চলে। বর্তমানে ত্রিপুরাসহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ২২ আগস্ট শনিবার গণেশ পুজো শুরু হল। তাছাড়া দেবতা গণেশকে আমরা বিনায়ক, গণপতি, বিঘ্ননাশক, সিদ্ধিদাতা, লম্বোদর, হস্তীবদন বা গজানন, ইত্যাদি নামে সম্বোধন করে থাকি।

সমস্ত দেবদেবীর আশীর্বাদে অত্যন্ত মার্জিত সংস্কৃতিবান এবং জ্ঞানী দেবতা হিসেবে গণেশ বিখ্যাত ছিলেন তাই বিদ্যা লাভে ধন লাভে জয় লাভে আমরা গণেশ বন্দনায় ব্রতী হয়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের রাজধানীর বিভিন্ন এলাকায় মহামারি মহামারি করোনা ভাইরাস থেকে জয়লাভ করার উদ্দেশ্যে এবং আমাদের রাজ্য ত্রিপুরা সহ গোটা দেশকে এই করোনাভাইরাস থেকে মুক্তি দিতে আজকের এই দিনে সমগ্র জনগণ গণেশ বন্দনায় ব্রতী হয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?