স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।। শুক্রবার ভারতীয় জনতা পার্টি প্রদেশ কার্যালয়ে আগরতলা পৌর নিগমের দুইজন নির্বাচিত কাউন্সিলর রত্না দত্ত এবং স্বপ্না সরকার চৌধুরী বহু কংগ্রেস দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন।বিজেপি রাজ্য সভাপতির উপস্থিতিতে পার্টি পতাকা হাতে তুলে দিয়ে তাদেরকে এই নতুন দলে স্বাগত জানান সাংসদ প্রতীমা ভৌমিক।
উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ অনেকেই।কংগ্রেস দলের দিশাহীন, নীতিহীন,উশৃঙ্খল কার্যকলাপের কারনে আজ আগরতলা বিজেপি প্রদেশ কার্য্যালয়ে, পশ্চিমজেলা কংগ্রেস সভাপতি নারায়ন দত্ত এবং পৌর নিগমের কাউন্সিলার রত্না দত্ত ও কাউন্সিলার সম্পা সরকার চৌধুরী সহ আরও অনেক নেতৃত্বরা নি:স্বার্থে বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহার হাত ধরে বিজেপি দলে যোগদান করলেন।
তথাকথিত বামবিরোধী বলে কয়েকজন নেতা আভ্যন্তরিনভাবে সিপিএমকেই ২৫ বছর ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছিলেন। আজ কংগ্রেসের অনেকেই এই গোপন রহস্য বুঝতে পেরে বিজেপিতে সামিল হচ্ছেন। কিন্তু মুখে বাম বিরোধী বললেও জনবিচ্ছিন্ন কংগ্রেস দলের হাতে গোনা কয়েকজন নেতা আজও রাষ্ট্র বিরোধী, মানবতার শত্রু সিপিএমকেই সাহায্য করছেন। এটাই হলো কংগ্রেস,সিপিএমের রাজনৈতিক আসল চরিত্র। এমনই অভিমত ব্যক্ত করেছেন এক বিজেপি নেতা।