জম্পুই-মিজো বিবাদ নিয়ে সরব হল তিনটি উপজাতি সংগঠন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।।শুক্রবার টি পি এফ, টি ইউ আই পি সি , তিপ্রা এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে জরুরী ভিত্তিতে সাংবাদিক সম্মেলন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। রাজ্যের ভেতর উত্তর ত্রিপুরার জম্পুইহীল আর ডি ব্লকের অধীন থাকা ফুলদুংসাই ও সাবোয়াল এলাকায় মিজোরাম সরকার ফুলদুংসাই এ ডি সি ভিলেজ নির্বাচন করে তাদের মত করে পরিচালনা করছে। সেই ভিলেজ কমিটিতে থাকা ১৩০ ভোটার রাজ্যের বাসিন্দা। সেখানে রিয়াং, মিজো রয়েছে। কিন্তু নির্বাচন করে মিজোরাম সরকার সেই ভিলেজ পরিচালনা করছে।

ইতিমধ্যে মুখ্যসচীবের কাছে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। গত ৬ আগস্ট মহকুমা শাসক চিঠি লিখে বিষয়টি জেলা শাসকে অবগত করেছেন। ত্রিপুরা রাজ্যের জনজাতিদের মাটি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তার তীব্র প্রতিবাদ জানায় তিনটি সংগঠন। অতি গোপনে কিভাবে এই নির্বাচন করল মিজোরাম সরকার তা নিয়ে প্রস্ন তোলেন । একই সঙ্গে রাজ্য সরকারের অতিদ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আইনগত ভাবে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। মিজোরামের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই বিষয়ে দেখার দাবি জানান ফুলদুংসাই এলাকায় একটি টি এস আর –এর আউটপোস্ট স্থাপনের দাবিও জানানো হয়। এলাকার পরিস্থিতি দিকে নজর রেখে এই আউট পোষ্ট স্থাপনের দাবি জানান তারা।

প্রয়োজনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ দাবি জানান। বড়ো কমিউনিটির পুনঃবাসনের জন্য ৬ মাসের সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোভীড ১৯ এর জন্য তা কিছুটা বিলম্ব হচ্ছে। তার পরেই যারা ভোটার কার্ড পায়নি। তাদের দ্রুত ভোটার কার্ড প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয় তিনটি সংগঠনের পক্ষ থেকে। পুনঃবাসনের কাজ সুরু করার পদক্ষেপ গ্রহণের দাবিও জানান টি ইউ আই পি সি –র পক্ষ্যে রঞ্জিত দেববর্মা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?