স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২১ আগস্ট।। শুক্রবার রাত আনুমানিক সাতটায় গোলাঘাটি বাজার সংলগ্ন সড়কের উপর একটি বাইককে পেছন দিকে ধাক্কা মেরে বুলেরু ট্রাক। বুলেরু গাড়ির ধাক্কায় বাইক চালক সন্দীপ মারাক মাটিতে ছিটকে পড়ে। গাড়ির ধাক্কায় বাইক চালক সন্দিপ মারাক, বয়স আনুমানিক ২২ মারাত্মক ভাবে জখম হয়।
তার মাথা সম্পুর্ন ভাবে থেথলে যায় এবং ডান পায়ের অংশ পুরোপুরি ভাবে থেতলে যায়। জানা যায় পালসার বাইক নিয়ে নিজের বাড়ির দিকে অর্থাৎ মারাক পারা এলাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে বুলেরু গাড়ি তাকে ধাক্কা দেয়। পড়ে স্হানীয়রা বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সন্দিপ মারাককে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্ত্যেব্যরত চিকিৎসক ডাঃ তন্বিস্টা চৌধুরী রোগীকে প্রাথমিক চিকিৎসার শেষে রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালের রেফার করে দেয়।