স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।। সাসটেইনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে রাজ্যের অগ্রগতি নীতি আয়োগের ২০১৮-১৯ এর প্রদত্ত ইণ্ডিকেটরেই স্বীকৃতি পেয়েছে বলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন৷ তিনি জানান, রাজ্য সরকার ভিশন-২০৩০ কে সামনে রেখে ৭ বছরের জন্য স্ট্রেটেজি এবং তিন বছরের জন্য অ্যাকশন প্ল্যান প্রণয়ন করেছে৷
রাষ্ট্রসংঘের ঘোষিত ১৭টি লক্ষ্যকে সামনে রেখে নীতি আয়োগ দেশের বিভিন্ন রাজ্যের অবস্থান তুলে ধরেছে৷ শিক্ষামন্ত্রী ১৭টি লক্ষ্যের বিস্তারিত তথ্য তুলে ধরে রাজ্যের অগ্রগতির অবস্থা ব্যাখ্যা করেন৷ এক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ভিশন সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন৷ তিনি জানান, নীতি আয়োগের সাসটেইনেবল ডেভেলপমেন্টের ইনডে’ অনুসারে ১৭টি লক্ষ্যের মধ্যে ত্রিপুরা পাঁচটি লক্ষ্যমাত্রায় এগিয়ে রয়েছে এবং অন্য ৫টিতেও এগিয়ে৷
দারিদ্র দূরীকরণের লক্ষ্যমাত্রায় ত্রিপুরা ফ্রন্ট রানার ৭০ পয়েন্ট নিয়ে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে৷ ক্ষুধা নির্মূলীকরণ এবং পুষ্টিযুক্ত খাদ্যের নিশ্চয়তার ক্ষেত্রে ৪৯ পয়েন্ট নিয়ে ত্রিপুরা অ্যাসপেরিমেন্ট সূচকে রয়েছে৷ অনুরূপভাবে স্বাস্থ্য বিধান, সবার জন্য গুণগত শিক্ষা, পুরুষ ও মহিলাদের সাম্যতা, রোজগার ও একত্রে উন্নতিকরণ, ইকো-সিস্টেম, শহরগুলিকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশের সাথে সাযুজ্য রেখে পরিকাঠামোর উন্নয়ন, জলবায়ু ও পরিবেশের বিষয়ে সচেতনতা রাখার পাশাপাশি জরুরী পরিষেবা প্রদান ইত্যাদি বিভিন্ন ইণ্ডিকেটরে রাজ্যের অগ্রগতির বিভিন্ন ধাপ শিক্ষামন্ত্রী তথ্য সহকারে সাংবাদিকদের কাছে তুলে ধরেন৷
তিনি আশা প্রকাশ করেন, ২০১৯-২০ এর পরিসংখ্যানে এই সূচক আরো বাড়বে৷ তিনি জানান, ত্রিপুরা একটি মিশন ও ভিশন নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে৷