স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।। বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত সমাজ গড়ার স্বপ্নকে ধুলিস্যাৎ করছেন উনার দলেরই একাংশ নেতা-নেত্রী। দুদিন আগে রাজধানী থেকে বিপুল পরিমাণে নেশা সামগ্রীসহ ধরা পড়েছিল শাসকদলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রতন সাহা। আগরতলার বুকে দীর্ঘদিন যাবৎ নেশার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন রতন বাবু।
পুলিশের হাতে ধরা পড়ার পর কয়েক কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার হয় তার কাছ থেকে। নেশা সামগ্রী সহ ধরা পড়ার পরে রতন সাহা কে সুদীপ গোষ্টির কর্মী বলে প্রচার করে চাপ মুক্ত হওয়ার চেষ্টা করছেন শাসক দলের একাংশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফের একবার নেশা সামগ্রীসহ ধরা পরল শাসকদলের মহিলা মোর্চার রাজ্যস্তরের নেত্রী সোমা মজুমদারের ছেলে সম্রাট দেবনাথ।
বৃহস্পতিবার রাতে রাজধানীর চন্দ্রপুর টাটা কালীবাড়ি এলাকা থেকে সম্রাট দেবনাথকে ব্রাউন সুগার সহ আটক করে এলাকাবাসী। তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ সম্রাট দেবনাথ দীর্ঘদিন যাবৎ এলাকায় নেশা কারবার করছে। সম্রাট ব্রাউন সুগার এবং নেশার ট্যাবলেট এনে এলাকার ছেলেদের কাছে বিক্রি করে।