স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।। তেলিয়ামুড়া থানা এলাকার লালটিলা এলাকা থেকে ছয়জন ড্রাগস ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩২ কৌটা উদ্ধার করা হয়েছে।ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর আসে লালটিলা এলাকায় ব্রাক ব্যবসায়ীরা অবস্থান করছে।
সেই খবরের ভিত্তিতে পুলিশ হানা দিয়ে ছয়জনকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গৃহীত হয়েছে। ড্রাগস সহ আটক ৬জনকে আদালতে সোপর্দ করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।স্থানীয় জনগণের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে লালটিলা এলাকায় প্রায় সময়ই ড্রাগস কারবারিরা হয়। তারা এলাকার যুব সমাজের হাতে তুলে দিয়ে চরম সর্বনাশ করছে।
ড্রাগস এর কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ।ড্রাগস কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার নাগরিকরা।এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে ড্রাগস কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।