নতুন অনলাইন ডেস্ক, ২১ আগস্ট।। ইংল্যান্ডে টেস্ট সিরিজ বাঁচাতে মাঠে নামছে পাকিস্তান, অধিনায়ক আজহার আলি লড়ছেন দলে জায়গা বাঁচাতে। পাকিস্তান অধিনায়কের ফর্ম নিয়ে যখন আলোচনা তুমুল, কামরান আকমল তখন তুলে ধরলেন মহেন্দ্র সিং ধোনির উদাহরণ। পাকিস্তানের এই কিপার-ব্যাটসম্যানের মতে, তাদের প্রয়োজন ধোনির মতো একজন অধিনায়ক।
ধোনির অবসর ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় কিংবদন্তির প্রতি সম্মান জানিয়েছিলেন আকমল। এবার পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তুলে ধরলেন তোর চোখে ধোনির বিশেষত্ব।“ এমএস ধোনি ছিলেন এমন একজন, যিনি দলকে এগিয়ে নিতেন। যদি কেউ নিজের জায়গা পাকা করার জন্য অধিনায়কত্ব করে, নেতৃত্ব তখন তার জন্য খুব সহজ।
দলের জয়-হার নিয়ে তার ভাবনা থাকে না।”“ কিন্তু ধোনির ছিল এই বিশেষত্ব, সে দল গড়ে তুলেছে, পাশাপাশি নিজের পারফরম্যান্সও ছিল বিশ্বমানের। যে ক্রিকেটারদের সে গড়ে তুলেছে, এখনও তারা এক নম্বর। সে কেবল দেশেরই ভালো চেয়েছে।”পাকিস্তানের এখন এই জায়গাতেই ঘাটতি দেখেন আকমল। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার তাই খুঁজছেন ধোনির মতো একজনকে।
“ পাকিস্তানে এরকম অধিনায়কই প্রয়োজন। আমরা ইনজি ভাই (ইনজামাম-উল-হক) ও ইউনিস (খান) ভাইকে দেখেছি, তারা দলকে বয়ে নিয়েছেন। এখনকার ওদের আমরা দেখি কেবল নিজের জায়গা ধরে রাখার জন্য খেলতে। দলের জয়-হার তাদের কাছে কোনো ব্যাপার নয়। যে কোনো দলের জন্য এসব ক্ষতিকর।