আইজিএম হাসপাতালে অস্থি বিভাগের ওপিডি পরিষেবা শুরু

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।। একটা সময় রাজধানীর আইজিএম হাসপাতালে একাধিক বিভাগ চালু থাকলেও পরবর্তী সময় বেশকিছু বিভাগ বন্ধ হয়েযা য়। বর্তমানে আইজিএম হাসপাতালে বেশ কিছু বিভাগ পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে আইজিএম হাসপাতালে অস্থি বিভাগের OPD পরিষেবা প্রদান শুরু হয়েছে। ইতিপূর্বে দুইজন সার্জনও দেওয়া হয়েছে আইজিএম হাসপাতালে। ডাক্তার তুষার মজুমদার ও ডাক্তার রজত দেববর্মাকে জিবি হাসপাতাল থেকে আইজিএম হাসপাতালে পাঠানো হয়েছে।

সেই মোতাবেক বৃহস্পতিবার থেকে আইজিএম হাসপাতালে অস্থি বিভাগের OPD পরিষেবা প্রদান শুরু হয়েছে প্রাথমিক ভাবে। শুক্রবার অস্থি বিভাগের OPD পরিষেবা প্রদানের যাবতীয় বিষয় সরজমিনে খতিয়ে দেখেন আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার দিলিপ দাস। সবকিছু সরজমিনে ঘুরে দেখার পর তিনি জানান ২০০৭ সালে আইজিএম হাসপাতালে অস্থি বিভাগ চালু ছিল। মাঝে তা বন্ধ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার থেকে তা পুনঃরায় চালু করা হয়েছে। PMR বিভাগ আগে পুরানো বিল্ডিং-এ ছিল।

ফলে সেখানে জায়গা কিছুটা কম ছিল। তাই PMR বিভাগকে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে।বর্তমানে বহু মানুষ জিবি হাসপাতালে ভয় পাচ্ছে, তাই সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে আইজিএম হাসপাতালে অস্থি বিভাগ চালু করেছে। যাতে সকল মানুষ যেন পরিষেবা গ্রহণ করতে পারে। তবে আইজিএম হাসপাতালে সবকিছু এখনো প্রতিস্থাপন করা হয়নি। তারপরও চিকিৎসকরা রোগী দেখা শুরু করে দিয়েছে। যাতে করে মানুষ পরিষেবা গ্রহণ করতে। অস্থি বিভাগে সকল ধরনের পরিষেবা প্রদানের জন্য সবকিছু প্রতিস্থাপন করতে আরও কিছু দিন সময় লাগবে।

তবে কোথায় কি করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। সহসাই কেজুয়েলিটি ইমারজেন্সি বিভাগ চালু করা হবে। ধীরে ধীরে সবকিছুর ব্যবস্থা করা হবে। সকলকে শৃঙ্খলা বজায় রেখে চিকিৎসা পরিষেবা গ্রহণ করার আহ্বান জানান তিনি। অস্থি বিভাগ সহ আইজিএম হাসপাতালে মোট ১৮ টি বিভাগ বর্তমানে চালু রয়েছে বলেও জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?