স্বনির্ভর ত্রিপুরা গড়তে সমবায় সমিতিগুলিকে অগ্রনী ভূমিকা নিতে হবে ও মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।। রাজ্য সরকার ভােকাল ফর লােকাল নীতি অনুসরণ করে স্বনির্ভর পরিবার ও স্বনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে চাইছে। এ লক্ষ্যে সমবায় সমিতিগুলির অগ্রণী ভূমিকা গ্রহণ করা প্রয়ােজন। রাজ্যের উৎপাদিত সামগ্রীর বাজারজাত করার ক্ষেত্রে সমবায় সমিতিগুলিকে এগিয়ে আসতে হবে। উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে সঙ্গে যুক্ত হলে সমবায় সমিতিগুলির অতিরিক্ত মুনাফা হবে।

এজন্য সমবায় দপ্তরকে উদ্যোগী হওয়া প্রয়ােজন। আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে আয়ােজিত সমবায় দপ্তরের পর্যালােচনা সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সমবায় সমিতি গুলোর মধ্যে বাণিজ্যের মনােভাব সৃষ্টি হলে তাদের মধ্যে পেশাগত চিন্তাভাবনাও গড়ে উঠবে। গ্রামীণ উৎপাদিত সামগ্ৰী শহর এলাকায় এলে শহর যেমন উপকৃত হবে তেমনি গ্রামীণ এলাকার মানুষেরও অর্থনৈতিক অগ্রগতি ঘটবে।

বাঁশের তৈরি বােতল, ধুপকাঠির শলা, ফুলঝাড়ু প্রভৃতি সামগ্রীর বাণিজ্যিকীকরণে সমবায় সমিতিগুলি যাতে যুক্ত হয় সেদিকে লক্ষ্য রেখে সমবায় দপ্তরকে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায় সমিতিগুলিকে মিশ্র পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে হবে। রােজগারের জন্য সহজতর ক্ষেত্রের যেসব বাজার রয়েছে সেগুলি চিহ্নিত করে প্রয়ােজনীয় পরিকল্পনা গ্রহণ করে বিনিয়ােগে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, রাজ্যে উৎপাদিত গুলমরিচ প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারজাতকরণের উদ্যোগ নিতে হবে।

এর ফলে চাষিরা অধিক লাভবান হবেন। প্রতিটি সমবায় সমিতিকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাদের বিভিন্ন কাজকর্মের পর্যালােচনা করা প্রয়ােজন। লাভজনক সমবায় সমিতিগুলির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্য সমবায়গুলি যাতে এগিয়ে যেতে পারে সেদিকে নজর দিতে হবে। সমবায় সমিতিগুলির বিভিন্ন কাজের পদ্ধতিসমূহ অনলাইনে নিয়ে আসতে হবে। তিনি বলেন, সুপারি গাছের খােল প্রক্রিয়াকরণের মাধ্যমে থালাবাটি তৈরি করা যায়। এর আন্তর্জাতিক বাজার যেমন রয়েছে তেমনি পরিবেশ বান্ধবও।

এই সমস্ত গৃহস্থালী সামগ্রীর ব্যবহারে সমবায় দপ্তরকে উদ্যোগী হতে তিনি পরামর্শ দেন। তিনি আরও বলেন, গােমতী কো-অপারেটিভ মিল্ক প্রােডিউসার্স ইউনিয়ন লিমিটেডে বিভিন্ন দুগ্ধ জাতীয় দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে গুণগত দিক বজায় রাখতে হবে। রাজ্যের সুস্বাদু কুইন আনারস ব্যবহার করে বিভিন্ন উৎপাদিত দ্রব্যের প্রচারে আরও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি গােমতী কো-অপারেটিভ মিল্ক প্রােডিউসার্স ইউনিয়ন লিমিটেডে দেশের প্রতিষ্ঠিত ডেয়ারী সংস্থার বিশেষজ্ঞ নিযুক্ত করে তাদের পরামর্শ নেওয়ার উপর গুরুত্ব আরােপ করেছেন মুখ্যমন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?