স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট।। আমতলী বাইপাস রোডে একটি ওয়াগনার গাড়ি আটক করে ১০০ কেজি গাঁজা এবং বিলিতি মদ উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এর ওসি রঞ্জিত দেবনাথ এর নেতৃত্বে পুলিশ একটি ওয়াগনার গাড়ি আটক করে।পুলিশের কাছে আগাম খবর ছিল একটি ওয়াগনার গাড়ি করে শুকনো গাঁজা এবং বিলাতী মদ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।সেই খবরের ভিত্তিতে গাড়ি আটক করে যথারীতি তল্লাশি চালিয়ে গাঁজা এবং বিলিতি মদ আটক করা সম্ভব হয়েছে।
তবে পুলিশকে দূর থেকে দেখেই পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে গেছে। গাজা এবং বিলেতি মদসহ আটক করা গাড়িটি পূর্ব আগরতলা থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে আমতলী নাকা পয়েন্টে একটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে আমতলী থানার ওসি সিদ্ধার্ত জানিয়েছেন তাদের কাছে সুনির্দিষ্ট খবর ছিল আগরতলা থেকে একটি গাড়ি নেশাজাতীয় সামগ্রী পাচারের উদ্দেশ্যে যাবে। সেই খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ নাকা পয়েন্টে জোরদার তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে নেশাজাতীয় এসকাপ কফ সিরাপ উদ্ধার করা সম্ভব হয়েছে।এই ঘটনায় দুই নেশা পাচারকারীকে আটক করেছে পুলিশ।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।নেশা সামগ্রী নিয়ে গাড়িটি আগরতলা থেকে সোনা মুরার দিকে যাচ্ছিল। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ গাড়িতে তল্লাশি চালানোর ফলে তাদের পাচারের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। জানা যায় প্রায়ই সোনামুড়া সীমান্ত দিয়ে নেশাজাতীয় সামগ্রী পাচার হচ্ছে।খোদ রাজধানী আগরতলা শহর থেকেই এসব নেশাজাতীয় সামগ্রিক পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।এই পাচার চক্রের আর কারা কারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।