স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট।।বৃহস্পতিবার দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবন সম্মুখে ভারতরত্ন তথা দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।এদিন ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রীর মর্মর মূর্তিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এবং আইএনপিটি সভাপতি বিজয় রাঙখল।
পরে প্রয়াত প্রধানমন্ত্রীর মর্মর মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন। পরে মঞ্চে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন বক্তব্য রেখে বলেন, রাজ্যে সিপিএম এবং বিজেপির কোন অবদান নেই। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি উপজাতিদের বিরোধিতা করে তা কাগজে কলমে প্রমাণ করা হবে। যা বিজেপি দল এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রমাণ করতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন।
তিনি আরো বলেন প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মীদের আগামী নির্বাচনে জয়ী হতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের কাছে যেতে হবে। মানুষের পাশে থাকতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন, দেশে কংগ্রেস দল আছে একমাত্র গণতান্ত্রিক দল। মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা করে।
রাজ্যে মানুষ সিপিএমের দুর্নীতি, অপশাসনের ফলে কংগ্রেসের উপর আস্থা হারিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ১০,৩২৩ চাকুরিচ্যুতদের, বেকারদের এবং কৃষকদের যেসব প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠা করেছে সেসব প্রতিশ্রুতি পালন করতে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি দল বলে জানান।