স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট।। রাজ্যে সরকারিভাবে এ এন এম প্রশিক্ষণপ্রাপ্তদের চাকুরি মিলছে না। তাই চাকুরির দাবিতে বৃহস্পতিবার গোর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা। এদিন শতাধিক এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকার স্বাস্থ্য দপ্তরে সামনে জড়ো হয়।
পরে প্রশিক্ষণ প্রাপ্ত বেকারদের একটি প্রতিনিধিদল দপ্তরের আধিকারিক রাধারানী দেববর্মার কাছে ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন, বিকাশ দাস, বিনা দেববর্মা, পরিতোষ দাস। ডেপুটেশনের পর পরিতোষ দাস জানান, ২০১৭ সালের পর এ এন এম প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়োগ করা হয়নি।
রাজ্যে বর্তমানে ৭০১ টি শূন্যপদ রয়েছে। এবং এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকার রয়েছে সাড়ে সাত শতাধিক। বিষয়টি দপ্তরের আধিকারিককে অবগত করা হলে তিনি জানান, অবিলম্বে নিয়োগ করার সিদ্ধান্ত চলছে। আর যদি প্রশিক্ষণপ্রাপ্তদের অবিলম্বে নিয়োগ করা না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।