স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট।। রাজধানী আগরতলা শহরের কামান চৌমুহনী সংলগ্ন সেন্ট্রাল রোডের একটি বাড়ি থেকে লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ এবং নারকোটিক দফতরের কর্মীরা। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে নারকটিক দপ্তরের পুলিশ সুপার সরস্বতী আর এর নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশি চালিয়ে নগদ লক্ষাধিক টাকা এবং প্রচুর পরিমাণে সামগ্রী উদ্ধার করা হয়।তবে এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশের গতিবিধি লক্ষ্য করে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে আগরতলা পূর্ব থানায় একটি সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।জানা গেছে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নেশাজাতীয় সামগ্রী মজুদ রেখে পাচার করা হতো বলে পুলিশের কাছে খবর ছিল।
সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য মিলছে। উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও নেশা কারবারিরা সরকারি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের নেশা পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে। খোদ রাজধানী আগরতলা শহর নেশার সাগরে ভাসছে। নেশা সামগ্রী শুধুমাত্র সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছে না এইসব নেশার কবলে পড়ে রাজ্যের যুবসমাজ ও মারাত্মকভাবে কলুষিত হচ্ছে।