স্টাফ রিপোর্টার, খোয়াই, ২০ আগস্ট।। ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়েছেন তা রাজ্যে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকার৷ কৃষির বিকাশের সাথে সাথে কৃষক কল্যাণেও নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি৷ কৃষক বন্ধ কেন্দ্র এমনই একটি পদক্ষেপ৷ আজ খোয়াই জেলার তুলাশিখর ব্লকের রাজনগর ক’ষি আ’লিক কার্যালয়ে কৃষক বন্ধ কেন্দ্রের উদ্বোধন করে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন৷
কৃষক বন্ধ কেন্দ্রের উদ্বোধন করে কৃষিমন্ত্রী আরও বলেন, এই কেন্দ্রের মাধ্যমে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত করে তুলতে রাজ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ কৃষকরা যাতে সময় মতো সঠিক ফসল নির্বাচন করে চাষাবাদ করতে পারেন তারজন্য কৃষক বন্ধ কেন্দ্রের মাধ্যমে কৃষকদের কারিগরি শিক্ষা দেওয়া হবে৷ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুুফল কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷
রাজ্যে কৃষকদের অর্থকরী ফসল ও ফল চাষে উৎসাহিত করা হচ্ছে৷ কৃষকরা যাতে কোনও ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির সম্মখীন না হন সেজন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার পাশাপাশি মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় রাজ্যের কৃষকদের নিয়ে আসা হচ্ছে৷ এতে কৃষকরা এখন অনেকটাই নিরাপদ৷ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, এই রাজ্যের অর্থনীতি কৃষি নির্ভর৷ রাজ্যের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল৷ তাই সরকার কৃষির বিকাশকে অগ্রাধিকার দিয়েছে৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার সরকারি মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী রায়, বিধায়ক প্রশান্ত দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, তুলাশিখর বিএসি-র চেয়ারম্যান প্রদীপ দেববর্মা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড. দেবপ্রসাদ সরকার, উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া, তুলাশিখর বিএসি-র কৃষি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ভবেশ দেববর্মা, খোয়াই মহকুমা শাসক প্রমুখ৷