আধুনিক পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত করে তুলতে রাজ্যে কৃষক বন্ধু কেন্দ্র

স্টাফ রিপোর্টার, খোয়াই, ২০ আগস্ট।। ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়েছেন তা রাজ্যে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকার৷ কৃষির বিকাশের সাথে সাথে কৃষক কল্যাণেও নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি৷ কৃষক বন্ধ কেন্দ্র এমনই একটি পদক্ষেপ৷ আজ খোয়াই জেলার তুলাশিখর ব্লকের রাজনগর ক’ষি আ’লিক কার্যালয়ে কৃষক বন্ধ কেন্দ্রের উদ্বোধন করে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন৷

কৃষক বন্ধ কেন্দ্রের উদ্বোধন করে কৃষিমন্ত্রী আরও বলেন, এই কেন্দ্রের মাধ্যমে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত করে তুলতে রাজ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ কৃষকরা যাতে সময় মতো সঠিক ফসল নির্বাচন করে চাষাবাদ করতে পারেন তারজন্য কৃষক বন্ধ কেন্দ্রের মাধ্যমে কৃষকদের কারিগরি শিক্ষা দেওয়া হবে৷ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুুফল কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷

রাজ্যে কৃষকদের অর্থকরী ফসল ও ফল চাষে উৎসাহিত করা হচ্ছে৷ কৃষকরা যাতে কোনও ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির সম্মখীন না হন সেজন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার পাশাপাশি মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় রাজ্যের কৃষকদের নিয়ে আসা হচ্ছে৷ এতে কৃষকরা এখন অনেকটাই নিরাপদ৷ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, এই রাজ্যের অর্থনীতি কৃষি নির্ভর৷ রাজ্যের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল৷ তাই সরকার কৃষির বিকাশকে অগ্রাধিকার দিয়েছে৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার সরকারি মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী রায়, বিধায়ক প্রশান্ত দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, তুলাশিখর বিএসি-র চেয়ারম্যান প্রদীপ দেববর্মা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড. দেবপ্রসাদ সরকার, উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া, তুলাশিখর বিএসি-র কৃষি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ভবেশ দেববর্মা, খোয়াই মহকুমা শাসক প্রমুখ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?