স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২০ আগস্ট।। কলমচওড়া থানা এলাকার কলসিমুড়ার মোস্তফা মিয়ার বাড়ি থেকে ২৪ লক্ষাধিক টাকার নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ এবং পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় বিএসএফের ৭৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট এর নেতৃত্বে বিএসএফ জওয়ানরা মোস্তফা মিয়ার বাড়িতে তল্লাশি চালায়।তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে ২৪ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে।
নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা সম্ভব হলেও বাড়ির মালিক মোস্তফা মিয়াকে আটক করতে পারেনি বিএসএফ। বিএসএফের আনাগোনা টের পেয়ে মুস্তাফা মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে এইসব নেশা সামগ্রী বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে তার বাড়িতে মজুত রাখা হয়েছিল।সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে বিএসএফ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বিএসএফের তৎপরতার ফলে নেশাজাতীয় সামগ্রী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ব্যর্থ হয়েছে।আন্তর্জাতিক সীমান্ত পথে প্রায় প্রতিদিনই নেশাজাতীয় সামগ্রী পাচার করা হচ্ছে বলেও স্থানীয় একটি সূত্রে জানা গেছে।উদ্ধার করা নেশা সামগ্রী বিএসএফের পক্ষ থেকে কলম চওড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে।