স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৯ আগস্ট।। বিশালগড় এর সিপাহীজলা নৌকা ঘাটের সংলগ্ণ এলাকায় পথদুর্ঘটনায় মৃত পূজা পাল দাস চৌধুরীর খুনিকে আটক করেছে পুলিশ। জানা যায় একটি লরি বাইককে ধাক্কা দিলে বাইক থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল পূজা পাল দাস নামে এক মহিলার।
স্বামী স্ত্রী এবং শিশুসন্তান একই বাইকে করে সিপাহী জলা নৌকা ঘাটের দিকে যাচ্ছিলেন। তখন পেছন দিক থেকে দ্রুত বেগে আসা লরি বাইকে ধাক্কা দিলে বাইক থেকে ছিটকে পড়ে লরির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল পূজা পাল দাসের। সিসিটিভির ফুটেজ দেখে বিশালগড় থানার পুলিশ এটিকে সনাক্ত করেছে। সে অনুযায়ী লরি চালক ননী গোপাল পালকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে।