স্টাফ রিপোর্টার, অমরপুর, ১৯ আগস্ট।। অমরপুরের বামপুর চন্দ্রমোহন পাড়ায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম শত্রুগ্ন দাস।এলাকার একটি সেগুনবাগানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পথচারীরা। মৃতদেহটি দেখতে পেয়ে পথচারীরা তার বাড়ির লোকজনকে খবর দেন। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা।
খবর পাঠানো হয় বীরগঞ্জ থানায়। বীরগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ফাঁসিতে যুবকের আত্মহত্যার সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন এই আত্মহত্যার ঘটনা সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা।