মহারাজার জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত, প্রথম সরকারী ছুটি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ আগস্ট।। বুধবার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১২ তম জন্ম জয়ন্তী গোটা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে নানা জায়গায় মহারাজাকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রদেশ বিজেপি কার্যালয়েও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা উপস্থিত ছিলেন। তিনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।

তিনি বক্তব্য রেখে বলেন, রাজ্যে পূর্বে বহু রাজনৈতিক দল ছিল, কিন্তু কোনো রাজনৈতিক দলই মহারাজাকে নিয়ে ভারতীয় জনতা পার্টির মতো আলোচনা করে মূল্যায়ন করেনি। আর ভারতীয় জনতা পার্টি রাজতন্ত্রের পর গণতন্ত্র চললেও যাকে যে সমান দেওয়ার সে সম্মান অবশ্যই প্রদান করে। আর উনার দেখানো দিশার রাজ্য এগিয়ে যাচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী জওহর সাহা, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। এদিকে প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও মহারাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর এমন ব‍্যক্তি যিনি ১৯৪৬ দশকে রিফুজী অত‍্যাচারিত, বিতাড়িত, লুন্ঠিত, শোষিত, ধর্ষিতা, নিপীড়নের শিকার চার লাখের মতো অসহায় দের নিজ রাজবাড়ীতে আপন করে ঠায় দিয়ে খাদ‍্য, বস্ত্র, চিকিৎসা দিয়ে অতিথি দেব ভব মানবিকতার মনোভাব মানবতার সাক্ষ্য রেখেছেন বিশ্বের কাছে। আর কোথাও ভারত বর্ষে কোন রাজা ,কোন রাষ্ট্রনায়ক নেতা করছে জানা নেই। এবার প্রথম সরকারীভাবে এই মহান ব্যাক্তির জন্মদিনটি ছুটি ঘোষণা করে মহারাজার জন্মদিন পালন করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?