স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৯ আগস্ট।। রাস্তা মেরামতের দাবিতে ধলাই জেলার আমবাসা আইটিআই এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় জনতা। জানা যায় দীর্ঘদিন ধরে কুলাই লালছড়ি যাওয়ার রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে আছে।রাস্তাটি সংস্কার করার জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসীর তরফ থেকে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানানো হচ্ছে।
কিন্তু প্রশাসনের তরফ থেকে রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। রাস্তাটি দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত হয়ে থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে। এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে উঠেছে। তাতে ক্ষুব্দ হয়ে এলাকার জনগণ বুধবার সকাল দশটা থেকে পথ অবরোধ শুরু করেন। অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে আসেন।
তারা অবরোধকারীদের আশ্বস্ত করেন শীঘ্রই রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর আপাতত তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন। তবে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তা সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। এদিকে রাস্তা অবরোধ করার ফলে রাস্তা দুপাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে যায়। তাতে যাত্রীদুর্ভোগ চরমে আকার ধারণ করে।