স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৯ আগস্ট।। গোমতী জেলার উদয়পুর কে বি আই স্কুলের সামনে টিএসআর গাড়ি এবং অটোর মধ্যে সংঘর্ষে চালক গুরুতর ভাবে আহত হয়েছে। আহত অটো চালকের নাম সত্য রঞ্জন দাস। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত অটো চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে অটোচালক হাসপাতালে চিকিৎসাধীন। টি এস আর এর পক্ষ থেকে জানানো হয়েছে অটো চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।অটোচালক নিজেই দ্রুতবেগে এসে টিএসআরের গাড়ির সঙ্গে ধাক্কা দেয় বলে জানায় টিএস আরের জওয়ানরা। রাধাকিশোর পুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।