জম্পুই হিলস ব্লকের ফুলডুঙসেই গ্রাম মিজোরামের অংশ, দৌড়ঝাঁপ

স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ১৮ আগস্ট।। জম্পুই হিলস ব্লকের অধীন ফুলডুঙসেই গ্রাম মিজোরামের অংশ হিসেবে নথি প্রকাশিত হয়েছে। তাতে, ত্রিপুরার নাগরিক ১৩০ জনকে মিজোরামের ভোটার হিসেবে দেখানো হচ্ছে। তাই, ত্রিপুরা ও মিজোরামের সঠিক সীমানা নির্ধারণের পদক্ষেপ নেওয়ার জন্য উত্তর ত্রিপুরা জেলা শাসক-কে চিঠি দিয়েছেন কাঞ্চনপুর মহকুমা শাসক।

কাঞ্চনপুর মহকুমা শাসক চাঁদনী চন্দ-র চিঠিতে বলা হয়েছে, মিজোরামের ৩৭ নম্বর হাচেক জনজাতি সংরক্ষিত বিধানসভা আসনের পর্যালোচনা করে কিছু বিষয় নজরে এসেছে।

তিনি বলেন, ফুলডুঙসেই ভিলেজ কাউন্সিল জম্পুই ফুলডুঙসেই আসনের অংশ হিসেবে নথিভুক্ত হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে, ত্রিপুরার নাগরিক ১৩০ জন জম্পুই ফুলডুঙসেই-র ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। তাদের নাম ত্রিপুরার ভোটার তালিকাতেও রয়েছে এবং ফুলডুঙসেই-র আরওআর-এ নাম থাকায় তারা রেশন সামগ্রী সংগ্রহ করছেন। তিনি বলেন, ওই ১৩০ জন কাঞ্চনপুর মহকুমায় ফুলডুঙসেই রেশন দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করছেন।

তাঁর কথায়, সম্প্রতি পূর্ত দফতরের রাস্তা নির্মাণে জম্পুই আরডি ব্লকের অধীনে কাওনপুই সীমান্ত গ্রাম পর্যন্ত গিয়েছে। তাতে ফুলডুঙসেই-র পূর্ব অংশে মিজোরাম এবং পশ্চিম অংশে ত্রিপুরা অবস্থান করছে। তিনি বলেন, ঐতিহ্যগতভাবে ফুলডুঙসেই ভিলেজ কাউন্সিল সর্বাঙ্গেই ত্রিপুরার অভিন্ন অংশ হিসেবে গৃহীত হয়েছে।

ফলে, ওই ভিলেজ কাউন্সিল মিজোরামের অংশে অন্তর্ভুক্তি এবং বাসিন্দাদের ভোটার তালিকায় নাম জুড়ে যাওয়ায় সামগ্রিক বিষয় খুবই জটিল পরিস্থিতির তৈরি করেছে। তাই, জরুরি ভিত্তিতে মিজোরাম এবং ত্রিপুরার সীমানা নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাতে, সমগ্র ফুলডুঙসেই ভিলেজ কাউন্সিল ত্রিপুরার অংশ হিসেবেই বিবেচিত হতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?