স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ আগস্ট।। চিকিৎসক হেনস্তার অভিযোগে ধৃত সহকারী সরকারি আইনজীবী সহ চারজনকে পুনরায় জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। আজ আদালতে পুলিশ কেইস ডায়েরি জমা দিয়েছে এবং রিমান্ডের আবেদনের শুনানি হয়েছে।
কিন্তু, আদালত পুলিশ রিমান্ডের আবেদন খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত, ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসক সংগীতা চক্রবর্তীর সাথে চারজন করোনা আক্রান্ত দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় স্বাস্থ্য অধিকর্তা এনসিসি থানায় মামলা করেন। মামলার তদন্তে নেমে পুলিশ চারজন-কে শনাক্ত করেছে। এদিকে ত্রিপুরা হাইকোর্ট ওই ঘটনায় সুয়োমুটো মামলা গ্রহণ করেছিল। ওই মামলায় পুলিশ-কে টিআই প্যারেডের নির্দেশ দিয়েছিল আদালত।
এদিকে, আদালতের নির্দেশে চার অভিযুক্ত বিশ্বজিৎ দাস, রঞ্জিত সাহা, মিরন দাস এবং সহকারী সরকারি আইনজীবী কর্নজিৎ দে এনসিসি থানা পুলিশের কাছে আত্মসমর্পন করেন। পুলিশ তাদের আদালতে সোপর্দ করে। আদালত তাদের টিআই প্যারেডের নির্দেশ দেন এবং ১৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ইতিমধ্যে ওই চারজনের টিআই প্যারেড হয়েছে। আজ আদালতে পুলিশ রিমান্ডের উপর শুনানি হয়েছে।
পুলিশ আদালতে কেইস ডায়েরি জমা দিয়েছে। এ-বিষয়ে এপিপি দীপা ভট্টাচার্যী বলেন, এনসিসি থানা মামলা নম্বর ১০৬/২০২০ মামলায় পুলিশ আদালতে কেইস ডায়েরি জমা দিয়েছে। সাথে রিমান্ডের আবেদন জানিয়েছে। আদালত তাদের ২৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে।