নতুন অনলাইন ডেস্ক, ১৯ আগস্ট।। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। বুধবার সেনা হাসপাতাল সূত্রে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে ফুসফুসের সংক্রমণের কারণে প্রণব মুখোপাধ্যায় শারীরিক অবস্থায় জটিলতা আরও বেড়েছে। ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতি এখনো ভেন্টিলেশনে আছেন। গত ১০ আগস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণব মুখোপাধ্যায়।
৯ আগস্ট রাতে নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রাক্তন রাষ্ট্রপতি। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপর থেকে কোমায় চলে যান প্রণব মুখোপাধ্যায়। তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।তবে আজ বুধবার সকালে প্রথমে প্রণব বাবুর শারীরিক অবস্থা নিয়ে আশ্বস্ত করেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
তিনি জানান, ”আপনাদের শুভেচ্ছা এবং চিকিৎসকদের চেষ্টায় বাবা এখন স্থিতিশীল। ওঁর শারীরিক অবস্থাও নিয়ন্ত্রিত রয়েছে। বাবার সুস্থতা কামনার জন্য প্রার্থনা করতে আবেদন করব সবাইকে।“তবে সকালে হাসপাতালের মেডিকেল বুলেটিনে অভিজিৎ মুখোপাধ্যায়ের তথ্যকে অস্বীকার করে জানানো হয় প্রাক্তন রাষ্ট্রপতি শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নতুন করে ফুসফুসে জটিলতার শিকার হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।