স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১৮ আগস্ট।। সোনামুড়ায় মৃত্যু হল আরও এক চাকরিচ্যুত শিক্ষকের। মৃত শিক্ষকের নাম আব্দুল সাত্তার। তিনি মাছিমা দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে কর্মরত ছিলেন। চাকরিচ্যুত হওয়ার পর থেকেই শিক্ষক আব্দুল সাত্তার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। মানসিক বিপর্যস্ত হয়ে পড়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চাকরিচ্যুত শিক্ষকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য এখনো পর্যন্ত চাকরিচ্যুত বেশ কয়েকজন শিক্ষক এর মৃত্যুর ঘটনা ঘটেছে।রাজ্য সরকার এইসব চাকরিচ্যুত শিক্ষকদের নিযুক্তির বিষয়ে চিন্তা ভাবনা করছে বলে বার বার বললেও এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার। ফলে চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে হতাশা দিনের পর দিন বেড়েই চলেছে।
চাকরিচ্যুত অনেক শিক্ষকের পরিবারের অনাহার-অর্ধাহারে নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকতার চাকরি হারিয়ে অনেকে বাজারে সবজি বিক্রি করছেন আবার অনেকে দিনমজুরের কাজ করছে। তাতে সংসার চালানো তাদের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে। অবিলম্বে চাকরিচ্যুত শিক্ষকদের পুনরায় নিযুক্তির জন্য রাজ্য সরকারের কাছে চাকরিচ্যুত সংগঠনগুলোর পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে।
রাজ্য সরকার বিষয়টি সহানুভূতির ভিত্তিতে দেখছে বলে আশ্বস্ত করা হয়েছে। কিন্তু এরই মধ্যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবার অসহায় হয়ে পড়েছে।