স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ আগস্ট।। অধিকর্তা সহ চারজন চিকিৎসক এবং দুই জন প্রশাসনিক আধিকারিক মিলিয়ে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরে ৩৮ জনের আজ কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। তারা সকলেই বর্তমানে গৃহে একান্তবাসে রয়েছেন। কারণ, ওই দফতরের জনৈক আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন। তিনি সম্প্রতি সকলকে নিয়ে বৈঠক করেছেন।
তাই, ওই ৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।এ-বিষয়ে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা বলেন, আজ আমার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও আরও তিন জন চিকিৎসক, দুই জন প্রশাসনিক আধিকারিক মিলিয়ে আজ আমরা ৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, গত ১৭ অগাস্ট পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের জনৈক আধিকারিকের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। সম্প্রতি তিনি আমাদের সাথে বৈঠক করেছেন।
তাই, আজ আমরা নমুনা দিয়েছি।প্রসঙ্গত, স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি এখন ত্রিপুরায় করোনা-র থাবা পড়েছে স্বাস্থ্য দফতরেও। দফতরের জনৈক আধিকারিকের করোনা আক্রান্তের ঘটনায় সকলেই ভীষণ চিন্তায় পড়েছেন। ইতিমধ্যে ওই দফতর স্যানিটাইজ করা হয়েছে।