এমবিবি কলেজে মহারাজার জন্ম জয়ন্তী পালন এবিভিপির

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ আগস্ট।। মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর উদ্যোগে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এর জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ মহারাজ বীর বিক্রম মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ছাত্রনেতারা আলোচনা করতে গিয়ে বলেন আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। তিনি রাজ্যের প্রধান কলেজ এম বি বি কলেজ স্থাপন করেন।

তিনি খুবই শিক্ষানুরাগী ছিলেন। স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মধ্য দিয়েই তিনি তা প্রমাণ রেখেছেন। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জীবন আদর্শ সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম এবং ছাত্র যুব সমাজকে অবহিত করার জন্য সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়। তারা আরো বলেন ত্রিপুরার রাজা হিসেবে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর না আসলে ত্রিপুরার শিক্ষা জগতের এতটা উন্নয়ন সাধিত হত না।

আধুনিক ত্রিপুরা গঠনের জন্য তিনি ছিলেন প্রথম রূপকার।ত্রিপুরার বর্তমান রাজধানী আগরতলা শহরের যে মানচিত্র আমরা প্রত্যক্ষ করি সেটিও মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের আমলে তৈরি হয়েছিল বলে তারা অভিমত ব্যক্ত করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?